Email: joafforum@gmail.com

Under Maintenance

বিএনপি উপদেষ্টার বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা

প্রকাশের তারিখ: ২৫ আগস্ট, ২০২৫
প্রেস রিলিজ ১

আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা জনাব ফজলুর রহমান দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর বিবৃতি প্রদান করে আসছেন। ৫ আগস্টের পর থেকে তিনি অহেতুক অপবাদ ছড়িয়ে চলেছেন, যা জুলাইয়ের মহান আন্দোলনের প্রতি অবমাননা এবং শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে হেয় প্রতিপন্ন করার শামিল। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ সুগম করছেন।

আমরা ফজলুর রহমানকে সতর্ক করে বলতে চাই- যদি ফজলুর রহমান নিজেকে অবিলম্বে বিরত না করেন এবং প্রকাশ্যে ক্ষমা না চান, তবে আমরা ধরে নিতে বাধ্য হবো তিনি শেখ হাসিনার সাথে প্রত্যক্ষ যোগাযোগ রাখছেন এবং ফ্যাসিস্টদের নির্দেশনায় এরকম উষ্কানি ও অপ্রীতিকর বাক্য ব্যবহার করছেন।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই— জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম এ ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। আমরা চাই বিএনপি দল তার সর্বোচ্চ করণীয় প্রদর্শন করুক, যেন এ ধরণের ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ হয়। দেশ-বিদেশের প্রবাসী ভাই-বোনদের আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের পক্ষে সহযোগিতার আহ্বান জানাই।

এছাড়াও সকল কে আমরা বিনীত ভাবে অনুরোধ করবো "জুলাই আন্দোলন" ও "জুলাই যোদ্ধা" দের নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে সবাই ঐ ব্যক্তির প্রতি সতর্কবাণী উচ্চারন করুন ও সাবধান করে দিন।

জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম এই ক্ষেত্রে অটল, অবিচল ও সংগ্রামী হিসেবে সবসময় প্রতিবাদ করবে।

~ তারান্নুম বিনতে জাকির

যুগ্ম মুখ্য সংগঠক

জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম (জোয়াফ)

বিএনপি উপদেষ্টার বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা | July Online Activists’ Forum - JOAF