Loading... Loading... Loading...

Email: joafforum@gmail.com

Under Maintenance

২৬ এপ্রিলের সম্ভাব্য অরাজকতা নিয়ে JOAF-এর জরুরি বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ: ২৪ এপ্রিল, ২০২৫
প্রেস রিলিজ ২

বিভিন্ন অনলাইন মিডিয়া ও নির্ভরযোগ্য সূত্র হতে জোয়াফ অনুমান করে যে, আগামী ২৬ এপ্রিল, শনিবার, সন্ত্রাসবাদী উপাদান সুনির্দিষ্ট এলাকায় সুপরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ কর্মী উপদ্রব ও গণহিংসার চেষ্টা করছে। এখানে থেকে দেশের প্রকৃত ইস্যুগুলি ধামাচাপা দিয়ে ওই ইস্যুর বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চলছে।

এটি নিরপেক্ষ সাংবাদিক মহল এবং সব মহলকে আতঙ্কিত করে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি আমাদের দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবে আমরা আশঙ্কা করি।

আমরা বিশেষ করে অনলাইন মহলকে অনুরোধ করছি, "গুজব প্রতিরোধ" চালানোর সময় কোন কিছু ফুসলানো ইস্যার বাইরে অন্যান্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য সচেতনতা, সতর্কতা অবলম্বন করা এবং গুজব প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

সুতরাং জোয়াফের পক্ষ থেকে এই মুহূর্তে দৃঢ় ভূমিকা দিতে হবে। সকলকে প্রতি সর্বস্তরে অনুরোধ, সবাই যেখানে অবস্থান থেকে একসাথে, সকল গোষ্ঠী সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থেকে এই দেশের মানুষের জান-মাল রক্ষায় এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

বিপ্লবে বিজয়ী বাংলাদেশ!!

~ ফারহানা শারমিন শুচি

সভাপতি, জোয়াফ

~ শিরিন চৌধুরী

সাধারণ সম্পাদক, জোয়াফ

~ মো. মুহতাশিমুর রহমান

মুখ্য-সংগঠক, জোয়াফ