Loading... Loading... Loading...

Email: joafforum@gmail.com

Under Maintenance

২৯ আগস্টের নৃশংস হামলার নিন্দা

প্রকাশের তারিখ: ৩০ আগস্ট, ২০২৫
প্রেস রিলিজ ৩

২৯ আগস্ট ২০২৫ ইং তারিখে ঢাকায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত নৃশংস ঘটনায় — জুলাই অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (জোয়াফ) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। উক্ত সমাবেশে পুলিশ, জাতীয় পার্টির সশস্ত্র কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কিছু ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পরিকল্পিত হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব, সাবেক ভিপি নুরুল হক নুরুকে গুরুতরভাবে আহত করা হয়েছে।

“জোয়াফ” মনে করে—এটি কেবল একজন রাজনৈতিক নেতার ওপর আক্রমণ নয়, বরং জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নগ্ন আঘাত।

আমরা এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দাবি জানাই, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে, আমরা আরও দাবি করছি—শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের পক্ষপাতমূলক ভূমিকার তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

চিরঅম্লান গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত গণতন্ত্রের লড়াইয়ে, জনগণের অধিকার রক্ষায় এবং মুক্ত বাংলাদেশ গঠনে “জোয়াফ” সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।

~ শিরিন চৌধুরী

সাধারণ সম্পাদক, জোয়াফ


~ ফারহানা শারমিন শুচি

সভাপতি, জোয়াফ