Loading... Loading... Loading...

Email: joafforum@gmail.com

Under Maintenance

চট্টগ্রামে হামলার নিন্দা

প্রকাশের তারিখ: ৩১ আগস্ট, ২০২৫
প্রেস রিলিজ ৪

৩১ আগষ্ট, ২০২৫ ইং তারিখে সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে - চট্টগ্রাম এলাকাবাসীর নিজেদের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর বর্বরোচিত হামলা ও রক্তাক্ত কান্ড একটি ন্যাক্কার ও অগ্রহণযোগ্য ঘটনা হিসেবে জাতির সামনে প্রতীয়মান হয়েছে। এ ধরনের ঘটনা কেবল মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং দেশের আইন-শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।

জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে—এ ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অযোগ্যতা ও দুর্বলতাই প্রধানত দায়ী। রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো, তবে এ ধরনের জঘন্য ঘটনা কখনো ঘটতো না।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—

  1. দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে যাচাই করে সংশ্লিষ্ট হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
  2. আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
  3. এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে উক্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক কাঠামোয় ঢেলে সাজানো হোক।

আমরা চাই বাংলাদেশ শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাক। দেশের মানুষ ভয়ে নয়, নিরাপত্তা ও মর্যাদার সাথে দিনাতিপাত করুক।

~ জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম (JOAF)