Loading... Loading... Loading...

Email: joafforum@gmail.com

Under Maintenance

ঐতিহাসিক জাকসু নির্বাচন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ঐতিহ্যের পুনরুজ্জীবন

প্রেস রিলিজ ৬

দীর্ঘ তেত্রিশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত **জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)** এবং হল সংসদ নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা এবং ছাত্র রাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনে বিজয়ী সকল প্রার্থী এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই নির্বাচন শুধু নতুন নেতৃত্বের পথ প্রশস্ত করেনি, বরং এটি শিক্ষার্থীদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। **জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম (JOAF)** মনে করে, নবনির্বাচিত নেতাদের কাঁধে এখন এক বিশাল দায়িত্ব—অতীতের সকল অনিয়ম ও ব্যর্থতাকে পেছনে ফেলে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্র সংসদ গড়ে তোলা।

আমাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। বিগত দিনে যে সকল বিশৃঙ্খলা ও অনিয়মের ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি, যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজের সাহস না পায়।

জাকসু যেন শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম না হয়ে শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, এটাই আমাদের কাম্য। আমরা আশা করি, এই নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে।

সংস্থা সম্পর্কে:

মোহাম্মদ সাইফুল হাওলাদার

যুগ্ম মুখ্য সংগঠক - দক্ষিণ অঞ্চল (জোয়াফ)